ভিশন :
তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ-নির্ভর তথ্যসেবা-সর্বত্র ও সকলের।
সরকারের নীতি ও কার্যক্রমের সাথে ব্যাপক জনগোষ্ঠীকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে তথ্যসেবার মাধ্যমে সচেতন, উদ্বুদ্ধ এবং উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণ।
মৌলভীবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে সংবাদপত্রের আওতাবহির্ভূত এবং বেতার ও টেলিভিশন নেটওয়ার্কের বাইরে যে বিশাল পশ্চাদপদ জনগোষ্টী রয়েছে তাদেরকে সরকারের নীতিমালা, কর্মসূচি, বিভিন্ন উন্নয়নমূলক কমকান্ড এবং স্বাস্থ্য ও সামাজিক বিষয় সম্পর্কে অবহিতকরণ শিক্ষিতকরণ ও উদ্বুদ্ধকরণই গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস,মৌলভীবাজার মূল উদ্দেশ্য।
জনগনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ (এস,ডি,জি) এবং সরকারের দারিদ্র বিমোচন কৌশল (পিআরএস) এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জনগণকে সস্পৃক্ত করতে এ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস,মৌলভীবাজার অব্যাহত কাজ করে যাচ্ছে। জনসাধারনের সমস্যা ও প্রতিক্রিয়াকে ফিডবেক আকারে সরকারের কাছে পৌঁছে দেযার দায়িত্বও গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস,মৌলভীবাজার ।আন্তঃব্যক্তিক বা সরাসরি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারের সাথে জনগণের যোগসূত্র গড়ে তুলতে কাজ করে এই অধিদপ্তর ও জেলা তথ্য অফিস,মৌলভীবাজার । স্বাস্থ্য, স্যানিটেশন এবং জন্মনিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনে ষাটের শতকে এই অধিদপ্তর ও জেলা তথ্য অফিস,মৌলভীবাজার পথিকৃতের ভূমিকা পালন করে।ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন ও তত্ত্বাবধান করে ডিজিটাল বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখা।বর্তমানে জনগণকে বিভিন্ন সামাজিক ও অথনৈতিক ইস্যুতে উদ্বুদ্ধ ও সচেতন করার জন্য তৃণমূল পর্যায়ে নেটওয়ার্ক সম্পন্ন গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস,মৌলভীবাজার এখনো আন্ত:ব্যাক্তিক যোগাযোগের ক্ষেত্রে অনন্য ও বৃহত্তম প্রতিষ্ঠান।এ্যাডভোকেসি প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে বর্তমানে এ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস,মৌলভীবাজার জনগণের একটি অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস